পিএসজি না বললেও কোচের বিদায়ের কথা জানিয়ে দিলেন এমবাপ্পে
আজ বড়দিন, সেটা যদি কেউ ভুলে গিয়েও থাকেন; পিএসজির টুইটার অ্যাকাউন্ট ঘুরে এলেই মনে পড়ে যাবে। নিজেদের খেলোয়াড়দের নানা ছবি ভিডিও দিয়ে উৎসবের দিনটা রাঙানোর চেষ্টা করছে। টুইটারের থ্রেডে আরেকটু নিচে গেলে স্ত্রাসবুর্গের সঙ্গে ম্যাচে ৪-০ গোলের জয় নিয়ে উচ্ছ্বাসটাও টের পাওয়া যায়। কিন্তু কোথাও টমাস টুখেল নিয়ে কোনো টুঁ শব্দ নেই।
পরশু স্ত্রাসবুর্গের সঙ্গে ম্যাচ শেষ হওয়ার পরই নাকি টুখেলকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। শুধু জার্মান কোচের আইনজীবীদের সঙ্গে এখনো খুঁটিনাটি ঠিক করা হয়নি বলেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাই সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ক্লাবের ওয়েবসাইটে এ ব্যাপারে কোনো আলোচনা নেই। কিন্তু যে দুজন তারকাকে নিয়ে কথা বলার কারণে চাকরি হারিয়েছেন টুখেল, তাঁদেরই একজন নিশ্চিত করলেন টুখেলের বিদায়ের কথা। কোচকে আবেগপূর্ণ বার্তা পাঠিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে