ইন্টারনেট ব্যবহারে নেটিজেনদের দায়িত্বশীল হতে বছরব্যাপী ডিজিটাল নাগরিক সাক্ষরতা অভিযান ও প্রশিক্ষণ কর্মসূচি চালু হচ্ছে বাংলাদেশেও। ফেসবুকের গ্লোবাল লার্নিং প্রোগ্রাম ‘উই থিংক ডিজিটাল’ শীর্ষক এই অভিযাত্রা বাংলাদেশে বাস্তবায়ন করবে আইসিটি বিভাগের এটুআই প্রকল্প। যৌথ অংশীদার হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ।
বুধবার রাতে ফেসবুক পেজ ও অনলাইনে এই কর্মসূচির ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় সোশ্যাল মিডিয়ায় কি-ওয়ার্ড বিশ্লেষণ করার শক্তি অর্জনের পাশাপাশি প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে ফেসবুকের সহায়তা চান প্রতিমন্ত্রী।
অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও। বক্তব্যে পাঠ্যসূচিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্তির আহ্বান জানান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.