বিক্রি হয়ে গেল মাইকেল জ্যাকসনের বাড়ি ‘নেভারল্যান্ড র্যাঞ্চ’
বিক্রি হয়ে গেছে প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনের বিখ্যাত বাড়ি ‘দ্য নেভারল্যান্ড র্যাঞ্চ’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অলিভস এ অবস্থিত ওই বাড়িটি কিনেছেন জ্যাকসনেরই এক বন্ধু।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, জ্যাকসনের কোটিপতি বন্ধু রন বার্কলে মাত্র দুই কোটি ২০ লাখ মার্কিন ডলারে বাড়িটি কিনে নেন।
অথচ, প্রায় দুই হাজার সাতশ একর জমির ওপর তৈরি বাড়িটি ২০১৫ সালে বিক্রির জন্য যখন তালিকাভুক্ত করা হয় তখন সেটির দাম চাওয়া হয়েছিল ১০ কোটি মার্কিন ডলার।
বিবিসি জানায়, তারপর থেকে বাড়িটির দাম কয়েকবার ওঠানামা করেছে। গত বছর সেটি সর্বনিম্ন তিন কোটি ১০ লাখ মার্কিন ডলারে বাজারে তালিকাভুক্ত করা হয়।
১৯৮৭ সালে জ্যাকসন নিজে ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলারে বাড়িটি কিনেছিলেন। খ্যাতির চূড়ায় থাকার সময়ে তিনি পরিবার নিয়ে এই বাড়িতেই বসবাস করতেন।
বাড়িটি কেনার পর তিনি সেটিকে বিনোদনকেন্দ্রে পরিণত করেছিলেন। সেখানে শিশুদের নানা ধরনের খেলাধূলার ব্যবস্থা এবং একটি চিড়িয়াখানা আছে।