মেসির গোল হজম করা গোলরক্ষকরা পেলেন ‘সান্ত্বনা’র বিয়ার
সান্ত্বনা পুরস্কার বলে একটা কথা আছে, কোনো এক প্রতিযোগিতায় অংশ নিয়ে একটিও পুরস্কার জিততে না পারা অংশগ্রহণকারীকে কিছু একটা দিয়ে উৎসাহিত করা হয়, যেন সেই প্রতিযোগী পরেরবার অংশগ্রহণে আগ্রহ দেখান। ঠিক যেন এ কাজটাই করেছে লিওনেল মেসির স্পন্সর প্রতিষ্ঠান বাডওয়েজার। বার্সেলোনার জার্সি গায়ে মেসির কাছে যত গোল খেয়েছেন গোলরক্ষকরা, তাদের প্রত্যেককে গোলপ্রতি একটি করে বিশেষ বিয়ার পাঠিয়ে দিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।
গত মঙ্গলবার রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে বার্সেলোনার জার্সি গায়ে ৬৪৪তম গোলটি করেন লিওনেল মেসি। সেই গোলে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সান্তোসের হয়ে করা এক ক্লাবে সর্বোচ্চ ৬৪৩ গোলের কীর্তি ছাপিয়ে যান আর্জেন্টাইন সুপারস্টার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.