'আরো ১০ বছর থাকবে করোনা ভাইরাস'
ইত্তেফাক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ১২:০১
করোনা ভাইরাস আরো ১০ বছর থাকবে বলে জানিয়েছেন জার্মান সংস্থা বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা উগুর শাহিন। মার্কিন সংস্থা ফাইজারের সঙ্গে মিলে এক বছরের কম সময়ের মধ্যে করোনার ভ্যাকসিন আবিষ্কার করেন জার্মান সংস্থা বায়োএনটেক।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শাহিন বলেন, তিনি বিশ্বাস করেন আরও কয়েক বছর এই ভাইরাসের অস্তিত্ব থাকবে। বিশ্ব কখন আবার স্বাভাবিক বলে তিনি বিশ্বাস করেন এমন প্রশ্নের জবাবে শাহিন বলেন, আমাদের ‘স্বাভাবিক’ এর একটি নতুন সংজ্ঞা দরকার। বাস্তব পরিস্থিতি মেনে নিতে হবে। ভাইরাস এখনই বিদায় নেবে না। তবে সংক্রমণ ছড়ানো রোধ করতে হবে। ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে যা যা প্রয়োজন করতে হবে। মহামারীর আগের পৃথিবী ফিরে পেতে সময় লাগবে।