![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2019%252F05%252F15%252F7307e5d3c4b81502f416bc0cb7fbd05f-5cdc1983a67af.jpg%3Frect%3D0%252C0%252C640%252C336%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবিতে ২০ জনের মৃত্যু
তিউনিসিয়ার উপকূলে গতকাল বৃহস্পতিবার অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন মারা গেছেন। ইতালির ল্যাম্পাডুসায় যেতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। তিউনিসিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানান। খবর রয়টার্স ও বিবিসির।
নিরাপত্তা কর্মকর্তা আলী আয়ারি বলেন, নৌকা ডুবে যাওয়ার পর তিউনিসিয়ার কোস্টগার্ড পাঁচজন অভিবাসীকে উদ্ধার করেছে। এ ঘটনায় ২০ জনের মতো নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।