![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F8108e20f-64fd-42b1-a276-58359ad1c918%252Fcoronavirus_2.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D800%26dpr%3D1.0)
করোনার নতুন ধরনে বাড়তে পারে মৃত্যু: জরিপ
যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণে আগামী বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। নতুন একটি জরিপে এমন তথ্য জানা গেছে।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের সেন্টার ফর ম্যাথামেটিক্যাল মডেলিং অব ইনফেকশাস ডিজিজের জরিপ বলছে, নতুন ধরনটি ৫৬ শতাংশ বেশি ছোঁয়াচে। ব্লুমবার্গের বরাত দিয়ে এনডিটিভির গতকাল বৃহস্পতিবারের খবরে এ তথ্য জানানো হয়েছে।