চীনের বন্দরে ৮ মাস ‘জাহাজবন্দি’ ভারতীয় ২৩ নাবিক
চীনের উত্তরাঞ্চলের হুবেই প্রদেশে জিংগট্যাং বন্দরে দীর্ঘ ৮ মাস জাহাজে ‘বন্দিজীবন’ কাটাচ্ছেন ভারতীয় ২৩ নাবিক। গত মে মাসে অস্ট্রেলিয়া থেকে কয়লাভর্তি ‘এমভি জগ আনন্দ’ নামের জাহাজটি চীনের বন্দরে পৌঁছে।
তবে তাদেরকে পণ্য খালাস করতে এখনও অনুমতি দেয়নি চীনা কর্তৃপক্ষ। এমনকি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামতেও দেয়া হচ্ছে না।
এছাড়া গত সেপ্টেম্বরে হুবেই প্রদেশের আরেকটি বন্দরে ‘এমভি আনাস্টাসিয়া’ নামে আরও একটি জাহাজ একইভাবে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ ভারতীয় সরকার। এ জাহাজে আরও ১৬ জন নাবিক রয়েছেন।