কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘দুর্নীতির অভিযোগ পেলে যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবে দুদক’

জাগো নিউজ ২৪ দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ১৯:২০

কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে বা এমন কোনো তথ্য পেলে তার সূত্র ধরে ওই অভিযুক্তের বক্তব্য শোনার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দিতে পারে।

জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদকের দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার রিট খারিজ করে দেয়া আদেশের পূর্ণাঙ্গ অনুলিপিতে এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান গণমাধ্যমকে জানান, ‘বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পেয়েছি। আদেশে আদালত উল্লেখ করেছেন, নোটিশটা একটা রিকোয়েস্ট। এতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মৌলিক অধিকার খর্ব হয়নি। এ নোটিশ কমপ্লাই করা উচিত। আর এ নোটিশ কমপ্লাই করার জন্য ২৭ জানুয়ারির মধ্যে হাজির হতে নির্দেশ দিয়েছেন। পর্যবেক্ষণে আদালত বলেছেন, দুর্নীতি বিষয়ে যে কোনো অভিযোগ পেলে, অভিযোগের সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দেয়ার আইনি এখতিয়ার রাখে দুদক।’

দুদক আইনের ২২ ধারায় বলা হয়েছে, ‘দুর্নীতি বিষয়ক কোনো অভিযোগের অনুসন্ধান বা তদন্ত চলাকালে কমিশন যদি মনে করে যে, অভিযোগ সংশ্লিষ্ট কোনো ব্যক্তির বক্তব্য শোনা প্রয়োজন হলে কমিশন ওই ব্যক্তিকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ দেবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও