হ্যান্ডকাপসহ পালানো যুবককে ধরে আনল চেয়ারম্যান!
লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশের এক সোর্সকে কামড়ে মো. রায়হান ওরফে সাইমুন গাজী নামের এক যুবক পালিয়ে গেছে। উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামে বুধবার (২৩ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। মধ্যরাতে পুলিশকে টেনশনমুক্ত করে ইউপি চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী সুমন। তিনি হ্যান্ডকাপসহ রায়হানকে নিয়ে থানায় হাজির হয়।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, উপজেলার দেবীপুর ও আশপাশ এলাকায় রায়হান ওরফে সাইমুন গাজী নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করে আসছে। রায়হান দেবীপুর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। তাকে আটক করতে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোনায়েম হোসেন ও আবুল কালাম আজাদ কয়েকজন সোর্স নিয়োগ করেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে