আল্লামা শফির মৃত্যু নিয়ে সরকার নয় মামলা করেছেন সংক্ষুব্ধরা: স্বরাষ্ট্রমন্ত্রী

ইত্তেফাক খাগড়াছড়ি প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ১৭:৪৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, আল্লামা শফি‘র মৃত্যু নিয়ে মামলা সরকার করে নাই। যারা সংক্ষুব্ধ হয়েছেন তারাই মামলা করেছেন। এখানে সরকারের কিছু করার নেই। আমরা মনে করি বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়িসহ ছয় জেলায় ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। ই-পাসপোর্ট চালু হওয়া অন্য জেলাগুলো হলো- বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও চাঁদপুর।

মৌলবাদী শক্তি কর্তৃক সারাদেশে ভাস্কর্য ভাঙচুর করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভাস্কর্য পথহারার জন্য হাইকোর্ট থেকে নির্দেশনা এসেছে। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়; বাগা যতীনের ভাস্কর্য ভাঙচুর হয়েছে। আমরা মনে করি এগুলো বাংলাদেশের কৃষ্টি। বাংলাদেশের সম্পদ। এগুলো সুরক্ষার দায়িত্ব সবার। জনগণেরও এখানে দায়িত্ব রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও