সিনহার সঙ্গী শিপ্রার মাদক মামলার চূড়ান্ত প্রতিবেদনে পুলিশের ‘নারাজি’
অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযোগী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের মাদক মামলায় র্যাবের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে আপত্তি জানিয়েছে বাদীপক্ষ। পুলিশের ‘না রাজি’ আমলে নিয়ে শুনানির জন্য পরবর্তী দিন ধার্যের কথা জানিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় কক্সবাজারের রামুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেনের আদালত তথ্যচিত্র নির্মাণে নিহত সিনহা মোহাম্মদ রাশেদ খানের সঙ্গী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে এ মাদক মামলায় এ আদেশ দেন বলে জানান শিপ্রার পক্ষের আইনজীবী অরূপ বড়ুয়া তপু।
অরূপ বড়ুয়া বলেন, সিনহা নিহতের ঘটনায় শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের করা মামলার বিচার কাজের নির্ধারিত দিন ছিল বৃহস্পতিবার। এতে বাদীপক্ষ র্যাবের জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে না রাজি দিয়েছে। আদালত আবেদনটি আমলে নিয়ে পরবর্তীতে শুনানির জন্য দিন ধার্য করার আদেশ দিয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১০ মাস, ২ সপ্তাহ আগে