অভিবাসী করোনা যোদ্ধাদের নাগরিকত্ব দিচ্ছে ফ্রান্স
ফ্রান্সে বসবাসরত অভিবাসী যারা করোনাভাইরাস মোকাবিলায় সামনের সারিতে থেকে কাজ করা শত শত অভিবাসীকে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ অগ্রাধিকার ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে ফ্রান্স।
বিবিসি জানায়, ইতোমধ্যে প্রায় ৭০০ অভিবাসী নাগরিকত্ব পেয়েছেন বা তা পাওয়ার প্রক্রিয়ার শেষ ধাপে আছেন। এ তালিকায় রয়েছেন, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও দোকান কর্মীরা।