বড়দিনে ৬ রাজ্যের কৃষকের সঙ্গে বৈঠকে মোদী! দেবেন ১৮,০০০ কোটি টাকাও
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় কাজ হয়নি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের আহ্বানেও সাড়া মেলেনি। তাই অন্নদাতাদের আন্দোলন ঘিরে অচলাবস্থা কাটাতে ফের আসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। এর আগে কৃষকদের কাছে প্রধানমন্ত্রী করজোড়ে আবেদন জানিয়েছেন, যেন তাঁরা তিন নতুন কৃষি আইন মেনে নেন।
এ বার ২৫ ডিসেম্বর, অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে ৬ রাজ্যের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মোদী। বিতর্কিত কৃষি আইন নিয়ে কেন্দ্রের অবস্থান বোঝাবেন তাঁদের। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির পরবর্তী কিস্তির প্রায় ১৮ হাজার কোটি টাকা দেশের ন'কোটি কৃষকের মধ্যে ভার্চুয়ালি বিতরণও করবেন প্রধানমন্ত্রী।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে