২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্ম অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। স্বাস্থ্যবিধি মেনে এই দিনটিকে সামনে রেখে ঢাকার দোহার নবাবগঞ্জের গির্জাগুলোতে চলছে বড় দিন উৎসব পালনের শেষ প্রস্তুতি। এই অঞ্চলের খ্রিষ্টান সম্প্রদায়ের বাড়িগুলোতে ইতিমধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ। নিজ নিজ স্বজনদের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ শেষ করেছেন তারা। শুধু খ্রিষ্টান ধর্মালম্বী নয় হিন্দু, মুসলমান ও বাদ যায়নি বড় দিনের উৎসবের দাওয়াত থেকে।
বড়দিনের অনুষ্ঠানে অতিথি আপ্যায়নের জন্য ইতিমধ্যে তারা তৈরি করছেন হরেক বাহারি কেক। প্রতিটি বাড়িতে সাজানো হচ্ছে ক্রিসমাস ট্রি। ছোট ছোট শিশুদের প্রিয় বন্ধু হিসেবে সকলের কাছে পরিচিত সান্তাত্রুসের উপহার ও দেখা পেতে অপেক্ষা যেন আর সইতে পারছে না ছোট শিশুরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.