![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fa333ddf1-f957-4540-980b-53ddafdb80f8%252Fpanchagor.png%3Frect%3D0%252C57%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, দুজন গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদা উপজেলায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ গত মঙ্গলবার ৩৫ কেজি মাংসসহ দুজনকে গ্রেপ্তার করে। আজ বুধবার তাঁদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের মৌলভিপাড়া এলাকার সানাউল্লাহ (৩২) ও আমতলা কাজীপাড়া এলাকার হামিদুর রহমান (৩৩)।