You have reached your daily news limit

Please log in to continue


বৃষ্টির অপেক্ষায় উপকূলবাসী এখন 'চাতক পাখি'

'চারিদিকে লবণ পানি। কিন্তু খাবার জন্য পানির খুব সংকট। এখানে কোনো টিউবঅয়েল কাজ করে না। পুকুর, বৃষ্টির পানি, পিএসএফ (পণ্ড স্যান্ড ফিল্টার) ভরসা। একেকটা পিএসএফ, পুকুরের পর হাজার হাজার মানুষ নির্ভর করে। আমাগো বটবুনিয়ার পিএসএফ নষ্ট ছিল, আম্ফানের পর সংস্কার হওয়ায় আমরা বাঁচছি। শুকনার সময় সমস্যা আরও বেশি।’ সুপেয় পানি সংকট নিয়ে এভাবেই নিজের কথাগুলো বলছিলেন দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বটবুনিয়া গ্রামের বাসিন্দা মো. মুজিবর সরদার। খুলনার উপকূলীয় উপজেলার ৯টি ইউনিয়নের অধিকাংশই গভীর নলকূপ কার্যকর নয়, ফলে স্থানীয়দের একমাত্র ভরসা পুকুর, পিএসএফ, রেইন হার্ভেস্টিং সিস্টেম (বৃষ্টির পানি) ও অগভীর নলকূপ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন