বরিশাল বিভাগের আখ চাষ বেড়েছে, কমেছে জেলায়
বরিশাল বিভাগের আখ চাষ ক্রমাগতভাবে বাড়ছে। তবে ধারাবাহিকভাবে আখের চাষ কমছে বরিশাল জেলায়। আখ চাষ বাড়াতে বাংলাদেশ আখ গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল নতুন বিএসআরআই-৪১ ও বিএসআরআই-৪২ জাতের চারা ছড়িয়ে দেয়ার কার্যক্রম শুরু করেছে বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বরিশাল কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ-বিন রফিক জানান, ২০১৭-২০১৮ অর্থ বছরে বরিশাল বিভাগের ৬ জেলায় আখ চাষ হয়েছে ২ হাজার ১২৯ হেক্টর জমিতে। ২০১৮-২০১৯ অর্থ বছরে চাষ হয়েছে ২ হাজার ১৭২ হেক্টর এবং ২০১৯-২০২০ অর্থ বছরে চাষ হয়েছে ২ হাজার ২৬৬ হেক্টরে।