![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fspecial-reports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpatkol-20201223152904.jpg)
সব লোকসানি কারখানা-প্রতিষ্ঠান বন্ধের পথে সরকার
রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধ করে দিয়েছে সরকার। বেশ কিছু চিনিকলও বন্ধ করা হয়েছে, আরও কিছু চিনিকল বন্ধের পরিকল্পনায় রয়েছে। পাট ও চিনিকলগুলো দীর্ঘদিন ধরে লোকসান দিয়ে আসায় সরকার এসব বন্ধ করে দিয়েছে, দিচ্ছে। কেবল এই পাট ও চিনিকলগুলোই নয়, লোকসানি সব ধরনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ধীরে ধীরে বন্ধ করে দেবে সরকার এবং সেখানে বেসরকারি খাতকে সুযোগ করে দেবে।
অবশ্য সরকার লাভজনক প্রতিষ্ঠানগুলো সচল রাখবে। সেই সঙ্গে অস্ত্র কারখানার মতো যেসব প্রতিষ্ঠান বেসরকারি খাতে দেয়া যাবে না কিংবা বেসরকারি প্রতিষ্ঠান আসতে পারবে না, সেসব প্রতিষ্ঠানে বিনিয়োগ অব্যাহত রাখবে সরকার। এমন পরিকল্পনা নিয়েই এগোচ্ছে সরকার। সেই আলোকেই করা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। সেজন্য বেসরকারি খাতের বিনিয়োগ বাড়িয়ে ৮১ শতাংশ এবং সরকারি খাতের বিনিয়োগ কমিয়ে ১৯ শতাংশ করে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হচ্ছে।