![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F45ee77df-7566-4de2-b655-0c15c10d87c3%252Fdeath.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
মির্জাপুরে ডাকাতের কবলে ট্রাকচালক, নিহতের অভিযোগ
টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতের কবলে পড়ে মজিবর রহমান (৫০) নামের এক ট্রাকচালক প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মির্জাপুরের পোস্টকামুরী এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির বাড়ি ঢাকার সাভার উপজেলার বলিয়ারপুর কুন্ডা গ্রামে।
পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চালকের সহকারী রংপুরের মিঠাপুকুর উপজেলার বধরুককালাই গ্রামের সাকী মিয়ার ছেলে হাসানকে (২০) আটক করেছে।পুলিশকে হাসান বলেছেন, তিনি ছোটবেলা থেকে সাভারের বলিয়ারপুরে থাকেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- ডাকাতি
- ট্রাক চালকের মৃত্যু