রাবিতে বিভাগ সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীদের ফল বিপর্যয়ের অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর বিরুদ্ধে ফল বিপর্যয়ের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিভাগের শিক্ষাথীরা। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের আমতলায় এ সংবাদ সম্মেলন করেন তারা। সম্মেলনকারীরা সকলেই ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন, পক্ষাপাতিত্ব, দায়িত্বে অবহেলা, বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘন করা, তার কথামতো না চলায় মাস্টার্সের পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থীর ফল খারাপ করে দেওয়ারও অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ ছাড়াও সভাপতি তার পছন্দের শিক্ষকদের দিয়ে খাতা দেখিয়ে তার ইচ্ছেমতো নম্বর দিয়েছেন বলেও অভিযোগ ওঠে।