বহুল প্রতীক্ষিত করোনাভাইরাস ভ্যাকসিন এরই মধ্যে বিতরণ শুরু হয়ে গেছে। কিন্তু নিশ্চয়ই অনেকে পরিস্কারভাবে জেনে গেছেন যে সবাই এই ভ্যাকসিন পাবেন না। গর্ভবতী এবং সন্তানকে স্তন্যপান করানো নারীরা এই ভ্যাকসিন নিতে পারবেন কিনা, তা নির্ভর করবে তারা কোথায় বসবাস করেন তার উপর।
ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালে গর্ভবতী ও স্তন্যপান করানো নারীরা অন্তর্ভূক্ত ছিলেন না। তাই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ভ্যাকসিনের কারণে গর্ভকালে কোনো ঝুঁকি হবে কিনা সে সম্পর্কে তথ্য খুবই অপর্যাপ্ত।
এই অপর্যাপ্ত তথ্যের জন্যই ভ্যাকসিন প্রদান কার্যক্রম থেকে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের বাদ রেখেছেন যুক্তরাজ্যের নিয়ন্ত্রকরা আর যুক্তরাষ্ট্রে সিদ্ধান্ত গ্রহণের ভার ওই সব নারীদের উপরই দিয়ে দিয়েছে। এখন পর্যন্ত এই বিষয়ে বেশি কিছু জানা যায়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.