কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা বিধি না মেনে ক্লাবে, মুম্বইয়ে গ্রেফতার রায়না, জামিনে মুক্তি

আনন্দবাজার (ভারত) মুম্বাই প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১২:৩২

মুম্বইয়ে গ্রেফতার হলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। তাঁর সঙ্গে গ্রেফতার হলেন গায়ক গুরু রনধাওয়া এবং হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। মুম্বইয়ের ড্রাগন ফ্লাই ক্লাবে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁদের।

সোমবার গভীর রাতে ড্রাগন ফ্লাই ক্লাব থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যেই ছিলেন রায়না এবং গুরু। তাঁদের বিরুদ্ধে আইনের ১৮৮, ২৬৯ এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। দু’জনেই জামিনে আপাতত মুক্ত।

সোমবার করোনার জন্য রাতে কার্ফু জারি করেছিল মহারাষ্ট্র সরকার। ক্লাব বন্ধ করার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল তারা। নতুন বছরকে মাথায় রেখে ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি অবধি করোনা রুখতে বেশ কিছু নিয়ম এনেছে সরকার। সেই নিয়ম না মেনে অতিরিক্ত সময় খোলা ছিল ক্লাব। সেখানে ছিলেন রায়না-সহ অন্যেরা। সেই জন্যই গ্রেফতার বলে পুলিশ সূত্রে খবর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও