দেশে প্রথমবারের মতো নির্মিত হলো মহান মুক্তিযুদ্ধের বিজয় গাঁথা ও পদ্মা সেতুকে কেন্দ্র করে একটি টেলিছবি। এ টেলিছবির গল্পে দেখা যাবে- স্বপ্নের পদ্মা সেতু কাছ থেকে দেখবে বলে দেশের শ্রেষ্ঠ একদল বীর মুক্তিযোদ্ধা এক বন্ধুর বাড়িতে একত্রিত হয়। দীর্ঘদিন পর তাদের দেখা। সঙ্গত কারণেই অনেক উৎফুল তারা।
পদ্মা সেতু দেখতে যাবার আগে নানান ধরনের প্রস্তুতি শুর হয় সবার মাঝে। সিদ্ধান্ত হয় পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে পদ্মা সেতু দেখার জন্য যাত্রা শুর করবেন তারা। কিন্তু তার আগে রাতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে খুবই স্পর্শকাতর ও বিব্রত পরিস্থিতির মুখোমুখি হয় সকলে। একজন খুন হয়। তারপর ঘটতে থাকে নানা বিব্রতকর ঘটনা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক চরম সত্যের মুখোমুখি দাঁড়ায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.