গুগল ম্যাপে আপনার বাড়ি, অফিস, দোকান যুক্ত করবেন যেভাবে
আপনি যদি কোন অপরিচিত জায়গায় যান আর আপনার গন্তব্য যদি হয় কোন বাসা কিংবা অফিস তখন আপনি সাহায্য নিয়ে থাকেন গুগল ম্যাপের। আপনার সার্চ করা লোকেশনটির অ্যাড্রেস কেউ না কেউ যুক্ত করে দিয়েছে গুগল ম্যাপে, যার ফলে খুব সহজেই আপনি এড্রেসটি খুঁজে পাচ্ছেন। এমন কি হতে পারে না যে আপনি গুগল ম্যাপে অ্যাড্রেস যোগ করবেন, আর অন্য কেই সেটি দ্বারা সাহায্য নিবে? আর এটি সম্ভব আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আপনি কিভাবে আপনার বাসা, অফিস কিংবা কোনো দোকান গুগল ম্যাপে যুক্ত করবেন।
১. এজন্য আপনাকে গুগল ম্যাপ অ্যাপে চলে যেতে হবে। এরপর নিচের contribution এর প্লাস আইকনে ক্লিক করুন। এবার উপরের Add Place এ ক্লিক করুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.