১০ কোটি ডোজ টিকা আনছে সরকার
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) জরুরি অনুমোদনের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, কাতারসহ কয়েকটি দেশে ফাইজার বায়োএনটেকের টিকার বিতরণ ও ব্যবহার শুরু হয়েছে। একই সঙ্গে মডার্না ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পরীক্ষার ফলাফল আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছে। এর বাইরে স্থানীয়ভাবে অনুমোদনের পর চীন, রাশিয়াসহ কয়েকটি দেশে করোনা প্রতিরোধী টিকার ব্যবহার শুরু করেছে। করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে শিগগিরই বাংলাদেশেরও অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্নিষ্টরা।
একাধিক সূত্র বলছে, আগামী শুক্রবার বড়দিন সামনে রেখে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই অনুমোদন পেলেই টিকা পাবে বাংলাদেশও। তবে আগামী জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারি শুরুতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার সম্ভাব্য সময় ধরে এগোচ্ছে স্বাস্থ্য বিভাগ। এজন্য ১০ জানুয়ারির মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের জন্য টিকা আমদানির বিষয় উন্মুক্ত করে দেওয়ার চিন্তাভাবনা চলছে। বেসরকারি আমদানির ক্ষেত্রে বেশকিছু শর্তারোপ করা হতে পারে।