‘উন্নয়ন চাই, তবে গণতন্ত্র হত্যা করে নয়’
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘আজকের আওয়ামী লীগের কাছে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সীমান্ত ও মানুষের জানমাল কোনো কিছুই নিরাপদ নয়। আমরা উন্নয়ন চাই, তবে দেশের গণতন্ত্র হত্যা করে নয়। আজ দেশে গণতন্ত্র নেই বলে কোনো জবাবদিহিতা নেই। নেই আইনের শাষন ও ন্যায় বিচার।’
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে সোমবার নগরের সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।