You have reached your daily news limit

Please log in to continue


বড়দিনের প্রার্থনাতে প্রাধান্য পাবে করোনা

করোনা মহামারিকে প্রধান্য দিয়ে প্রতিবছরের মতো এবছরও বড়দিনেও স্বাভাবিক নিয়মে অনুষ্ঠিত হবে দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উপাসনালয় রাজধানীর কাকরাইল সেন্ট মেরি ক্যাথিড্রাল গির্জায় প্রার্থনা। এজন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বড়দিনের আগের দিন ২৪ ডিসেম্বর রাত ৮টায় প্রার্থনার মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। আর ২৫ ডিসেম্বর বড়দিনে সকাল ৮টায় প্রার্থনা শুরু হবে। এবছর প্রার্থনায় করোনা মহামারিকে প্রাধান্য দেওয়া হলেও প্রার্থনার সব আয়োজন পূর্বের বছরগুলোর মতোই হবে বলে জানিয়েছেন গির্জা কর্তৃপক্ষ। জানতে চাইলে গির্জা পরিচর্যার দায়িত্বে থাকা বিমল বাংলা ট্রিবিউনকে বলেন, ব্যতিক্রম বলতে কিছু নেই। অন্যান্য বছরের মতো এবছরও একই নিয়মে ধর্মীয় অনুষ্ঠান তথা প্রার্থনা অনুষ্ঠিত হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন