এক চোর শনাক্ত করতে পুলিশকে ঘাঁটতে হলো ১৫ হাজার কললিস্ট
বরিশালে প্রায় ১৫ হাজার ফোন নম্বর যাচাই-বাছাই করে জুয়েলারি দোকানের এক স্বর্ণালংকার চোরকে গ্রেফতারের পর একে একে বেরিয়ে এলো পুরো চোরচক্র। জুয়েলারি দোকানে চুরি সংঘঠিত হওয়ার দিন আশপাশের মোবাইল ফোনের টাওয়ারের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে আসা-যাওয়া কলের তালিকা যাচাই-বাছাই করে এক চোরকে আটক করা হয়।
তার স্বীকারোক্তি অনুযায়ী চক্রের আরও আট জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণের একটি নেকলেস ও ৯টি আংটি। গ্রেফতার ব্যক্তিরা হলেন-বরিশালের সদর উপজেলার মো. সুমন (৩৭), কুমিল্লার তিতাস এলাকার মো. অলি (৩০), মুরাদনগর এলাকার মো. আলাউদ্দিন (২৫), একই এলাকার মো. হাসান (১৭),
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- পুলিশ
- চোর
- স্বর্ণালংকার