করোনা মহামারীর মধ্যে ব্রিটেনে পালিত কুকুর চুরি ও ছিনতাই ব্যাপকভাবে বেড়েছে। রীতিমতো সংঘবদ্ধ অপরাধী চক্র এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অনুসন্ধানে উঠে এসেছে। এমনকি প্রত্যন্ত এলাকায় বাসাবাড়িতে হামলা করে কুকুর ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। সেসব ঘটনার অসংখ্য সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে।
ব্রিটেনের রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু এনিম্যালস (আরএসপিসিএ) জানিয়েছে, লকডাউনে এমনিতেই কুকুরের চাহিদা বেড়েছে। এর মধ্যে সামনে বড়দিন উপলক্ষ্যে উপহার পণ্য হিসেবে বিপুল সংখ্যক কুকুর বেচাকেনা হচ্ছে।
বাজারে আকাশচুম্বি চাহিদার এই সুযোগকেই কাজে লাগাচ্ছে সংঘবদ্ধ চোরাকারবারি চক্র। এরা যুক্তরাজ্যের কুকুর অবৈধভাবে বিদেশে রফতানি করছে। বেশি মুনাফা করতে গিয়ে এরা কুকুর সংগ্রহেও অবৈধ পন্থা অবলম্বন করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.