‘বিদ্রোহী’দের সঙ্গে সনিয়ার বৈঠকের পরেই ৪ রাজ্যে শীর্ষনেতৃত্বে বদল

আনন্দবাজার (ভারত) দিল্লি, ভারত প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ১৮:০০

দাবি ছিল দীর্ঘদিনের। শনিবার বৈঠকের পরেই একাধিক রাজ্যে নেতৃত্বে বদল শুরু করে দিল কংগ্রেস। তেলঙ্গানা, গুজরাত, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে শীর্ষনেতৃত্বে রদবদল করছেন দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গাঁধী। আগামী কয়েক দিনে বৈঠকের পর আরও বেশ কিছু রাজ্যে নেতৃত্বে রদবদলের সম্ভাবনা রয়েছে বলেই দলীয় সূত্রে খবর।

গত লোকসভা ভোটে দলের ভরাডুবির পরেই কংগ্রেসে নবীন-প্রবীণ সঙ্ঘাত শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে। উঠেছে শীর্ষ নেতৃত্বে বদলের দাবিও। সেই সঙ্কট কাটাতেই ১০ দিন ধরে রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী-সহ দলের ‘বিক্ষুব্ধ’ ও অনুগত উভয় পক্ষকে নিয়েই বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন সনিয়া। শনিবার ছিল বৈঠকের প্রথম দিন। সেই বৈঠকের পরের দিনই শুরু হল পরিবর্তন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও