![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/12/online/facebook-thumbnails/Pic-8-samakal-5fdf356fc026b.gif)
ভ্যানচালককে হত্যার ঘটনায় দুই সহকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে ছুরিকাঘাতে এক ভ্যানচালককে হত্যার ঘটনায় তার দুই সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ও রোববার সকালে অভিযান চালিয়ে তাদেরকে নগরের আবদু পাড়া এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তররা হলেন- আকাশ ও ১৭ বছর বয়সী এক কিশোর। নিহতের নাম মোহাম্মদ আনোয়ার।
তিনি নগরের হালিশহর জে ব্লকের মো. সেলিমের ছেলে। তার গ্রামের বাড়ি ফেনী জেলায়। নিহত আনোয়ার ও গ্রেপ্তার দুইজন আবুল খায়ের গ্রুপের মেরিস ব্র্যান্ডের সিগারেটের ভ্যান চালাতেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ছুরিকাঘাত
- ভ্যানচালক নিহত