কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সঠিক পথ ‘খুঁজে পেয়েছেন’ পিরলো

বিডি নিউজ ২৪ ইতালি প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ১৭:৩১

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ইউভেন্তুস বারবার হোঁচট খাওয়ায় কপালে ভাঁজ পড়েছিল ক্লাবটির নতুন কোচ আন্দ্রেয়া পিরলোর। প্রশ্ন উঠতে শুরু করেছিল তার কৌশল নিয়েও। অবশেষে সঠিক পথ খুঁজে পেয়েছেন বলে মনে করেন এই ইতালিয়ান। এবারের সেরি আয় এখন পর্যন্ত ১২ ম্যাচের ছয়টিতে জিতেছে ইউভেন্তুস, বাকি ছয়টি ড্র। আগের জেতা ম্যাচগুলোতেও চ্যাম্পিয়নদের পারফরম্যান্স ছিল না সন্তোষজনক। তবে গত শনিবার পার্মার মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বজায় রেখে ৪-০ ব্যবধানে জেতে পিরলোর দল। জোড়া গোল করেন ক্রিস্তিয়ানো রোনালদো, একটি করে দেজান কুলুসেভস্কি ও আলভারো মোরাতা।

কোচ হিসেবে পিরলোর প্রথম মৌসুম এটি। ক্যারিয়ারের শুরুতেই এত বড় চ্যালেঞ্জিং দায়িত্ব; প্রথম তিন মাসে অনেকবার সাবেক এই মিডফিল্ডার বলেছেন, তিনি দল গঠনের মধ্য দিয়ে যাচ্ছেন। অবশেষে দল একটা পর্যায়ে এসেছে বলে পার্মার বিপক্ষে জয়ের পর জানান তিনি।

“এই ইউভেন্তুসকেই আমি দেখতে চেয়েছিলাম। ম্যাচটা আমাদের জেতার দরকার ছিল এবং আমরা ভালোভাবেই জিতেছি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও