প্রাইভেটকারের দরজা খুলতেই মিলল ৫ লাখ ডলার
যশোরের শার্শা উপজেলার উলাশি থেকে পাঁচ লাখ মার্কিন ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়েছে। রোববার গভীর রাতে শার্শার নাভারন-উলাশি সড়কের ঢাকাগামী একটি টয়োটা প্রাইভেটকার থেকে এসব ডলার উদ্ধার করা হয়। আটকরা হলেন-
চাঁদপুরের মতলব থানার খাগুড়িয়া গ্রামের আব্দুর রশিদ ব্যাপারীর ছেলে হৃদয় মিয়া ও কুমিল্লার দাউদকান্দি থানার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, হুন্ডি ব্যবসায়ীদের একটি চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- চোরা চালান
- প্রাইভেটকার