প্রথম আলো: স্বাধীনতার ৪৯ বছর পর রাষ্ট্রব্যবস্থাপনার মূল সংকটটা কী?
মোহাম্মদ তানজীমউদ্দিন খান: সংকটটা হলো আমাদের রাজনৈতিক শাসনের দুর্বলতা এবং রাষ্ট্র বেদখল হয়ে গেছে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ-ব্যবসায়ী-আমলা-গণমাধ্যম বন্ধনে। আমরা যদি সংবিধানের চার মূলনীতিকে মাপকাঠি ধরি, তাহলেও বলতে হবে ৪৯ বছর ধরে আমরা উল্টো পথে হাঁটছি। যদি জাতীয়তাবাদের ধারণাকে ভিত্তি ধরি, দেখব আমরা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র না করে বিযুক্তিমূলক রাষ্ট্র তৈরি করেছি। আমাদের ঘোষিত জাতীয়তাবাদের বাইরে থেকে গেল পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষগুলো। সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা আছে। কিন্তু এর জন্য যে চর্চা ও অনুশীলন দরকার ছিল, সেটি হয়নি। পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রের জগাখিচুড়ি চরিত্র আরও পাকাপোক্ত করা হলো। এর নাম দেওয়া যায় ‘অর্গানাইজড হিপোক্রেসি’। সাম্যের পরিবর্তে অসাম্য প্রকট হয়ে উঠেছে। ধনী-দরিদ্র বৈষম্য বাড়ছে খুব অমানবিকভাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.