সম্প্রতি এন্টার্কটিকার ‘ব্রান্ট আইস শেল্ফ’-এ ফাটল শনাক্ত করেছেন গবেষকরা। তারা সতর্ক করেছেন, খুব শীঘ্রই এই ফাটলের কারণে নিউ ইয়র্কের আয়তনের (৩০২.৬ বর্গমাইল) চেয়েও দ্বিগুণ আকারের একটি টুকরো মূল বরফের আস্তরণ থেকে ভেঙে যাবে। ব্রান্ট আইস শেল্ফ হলো ডওসন-ল্যাম্বটন গ্লেসিয়ার এবং স্ট্যানকম্ব-উইলস গ্লেসিয়ার টাং’র মাঝখানে কোটস ল্যান্ডের এন্টার্কটিক উপকূলীয় সীমানা।
যদিও ব্রান্ট আইস শেল্ফের বাকি অংশ এই ভাঙনে কীরকম প্রতিক্রিয়া দেখাবে তা এখনও পরিষ্কার নয়। তবে যাই হোক, মানব সভ্যতা ও প্রাণীকূলের জন্য ব্যাপারটা যে মোটেও সুখকর নয় তা বলাই বাহুল্য!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.