করোনা মহামারির কারণে আয় কমে গেছে। ঘর ভাড়া পরিশোধ, খাওয়া-পরা সবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ কারণে দেশের যৌনপল্লিগুলো থেকে বের হয়ে যাচ্ছে নারী যৌনকর্মীরা। অন্য কাজ পাওয়ার চেষ্টা করছেন কেউ কেউ। তবে তাদের বেশিরভাগই ভাসমান যৌনকর্মী হিসেবে কাজ করছেন।
যৌনকর্মীরা বলছেন, স্বাভাবিক সময়ে তারা খেয়ে-পরে বাড়িতে টাকাও পাঠাতে পারতেন। তবে বর্তমানে যৌনপল্লীতে খদ্দের কম আসায় নিজেদেরই অর্ধাহারে থাকতে হয়। কক্ষের ভাড়া দিতে পারছেন না, পরিবারকেও সহযোগিতা করতে পারছে না। তাই তারা যৌনপল্লি থেকে বের হয়ে আসছেন।
গত ৪ ডিম্বেবর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ময়মনসিংহের রমেশ সেন রোড যৌনপল্লির এক তরুণী ফোন দিয়ে জানান, তারা দুই জন যৌনপল্লি থেকে বের হতে চান। পরবর্তীতে ময়মনসিংহ কোতোয়ালি থানার পুলিশ তাদের দুই জনকে উদ্ধার করে। দুই তরুণী প্রায় দেড় বছর ধরে ওই পল্লিতে ছিলেন। তাদের একজনের বাড়ি নোয়াখালী এবং আরেকজন মিরপুরের একটি বস্তিতে থাকতেন। যৌনপল্লিতে যাওয়ার পর একজন মাও হয়েছেন। পুলিশ ওই দিন তাদের উদ্ধার করে দুই জনের ইচ্ছে অনুযায়ী ঢাকার ট্রেনে তুলে দেন। দুই জনেই ঢাকায় পৌঁছে মিরপুরের কোনও এক স্বজনের বাসায় উঠেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.