চলতি মৌসুমে এখনও পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেননি দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। যার ফলে ২০২০-২১ মৌসুম শেষে আর বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন না মেসি। তাকে দলে নিতে পারবে যেকোন দল। সে দৌড়ে এরই মধ্যে শোনা যাচ্ছে দুই ধনী ক্লাব ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) নাম।
আর যদি ম্যান সিটি বা পিএসজির মতো ক্লাবগুলো মেসিকে কিনতে আগ্রহ প্রকাশ করে, তাহলে তাকে আটকে রাখার মতো আর্থিক সামর্থ্য এখন বার্সেলোনার নেই- এমনটাই মনে করেন প্রেসিডেন্ট পদপ্রার্থী অগাস্তি বেনেদিতো। কেননা এরই মধ্যে বিশাল অঙ্কের ঋণের নিচে চাপা পড়ে আছে ফুটবল ক্লাব বার্সেলোনা।
রেডিও মার্কায় দেয়া সাক্ষাৎকারে বেনেদিতো বলেছেন, ‘আমরা সবাই চাই, মেসি যেনো বার্সেলোনায়ই থেকে যায়। সে বিশ্বের সেরা খেলোয়াড়। আমি শুনেছি যে, মেসি বার্সেলোনা ছেড়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে। মেসির পক্ষ থেকে এ সিদ্ধান্তটা নিশ্চিতভাবেই এমনি এমনিই আসেনি। এর পেছনে কারণ রয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘তাই এখন আমাদের জন্য প্রথম ও গুরুত্বপূর্ণ বিষয় হলো, মেসির নিজের ইচ্ছা বদলানো। কেননা যেসব ক্লাবের মেসির ওপর চোখ রয়েছে, আমাদের যদি সে ক্লাবগুলোর বিপক্ষে লড়তে হয় এবং বিষয়টা যদি হয় অর্থনৈতিক, তাহলে আমরা মেসিকে আটকে রাখতে পারব না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.