হল না খুললে পরীক্ষা দেয়া সম্ভব নয় : প্রগতিশীল ছাত্র জোট
‘বিশ্ববিদ্যালয়ের হল না খুললে পরীক্ষা দেয়া সম্ভব নয়। আবাসন ব্যবস্থা না করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোনো পরীক্ষা অনুষ্ঠিত হতে দেওয়া হবে না’ বলে হুশিয়ারি দিয়েছেন প্রগতিশীল ছাত্র জোটের নেতারা।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা ছাত্র সমাবেশ করেন। এ সময় তারা স্বাস্থ্যসেবা ও নিরাপদ আবাসন নিশ্চিত করে হল খুলে দেয়াসহ ৭ দফা দাবি উত্থাপন করেন।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বলেন, ‘আজকে বাংলাদেশের কোনো জায়গায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। দেশে চাকরির পরীক্ষা নেওয়া হচ্ছে, রাজনৈতিক সভা সমাবেশ হচ্ছে। শুধু বিশ্ববিদ্যালয়ের হল খুললেই করোনা হয়? এ থেকে বোঝা যায়, সরকার শিক্ষার্থীদের দায়িত্ব নিতে চায় না। আওয়ামী লীগ সরকার এই দেশের শিক্ষার্থীদের ভয় পাচ্ছে। সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চায় না। আমরা করোনাকালে শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষার জন্য সরকারকে দায়িত্ব নেয়ার আহ্বান জানাই।’