মুজিব ভাস্কর্যঃ আলোচনা না সংঘাত, সমাধান কোন পথে
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ০৮:১৪
বাংলাদেশে মুজিব ভাস্কর্যের বিরোধিতাকারী ইসলামপন্থীদের সাথে সরকারের পক্ষে দু'জন মন্ত্রী আলোচনা করছেন। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী বা সমমনা বিভিন্ন সংগঠন রাজনৈতিক প্রতিবাদ অব্যাহত রেখেছে।
দলটির নেতাদের অনেকে মনে করেন, ভাস্কর্য নিয়ে কোন ছাড় দেয়া হলে, তা তাদের দল বা সরকারের ধর্ম নিরপেক্ষতার আদর্শের সাথে সাংঘর্ষিক হতে পারে।
আওয়ামী লীগ বা সরকার এই ইস্যু নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে দলটির নেতাদের অনেকে মনে করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো ভাস্কর্য ইস্যুতে সরাসরি বক্তব্য দিয়েছেন ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে দলীয় এক অনুষ্ঠানে।