কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শরীয়তপুরের ‘ইতালি’ গ্রামে দুশ্চিন্তার ছায়া

প্রথম আলো শরীয়তপুর প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ১৭:৩৪

রিজিয়া বেগমের বয়স আশির বেশি। তাঁর চার ছেলের মধ্যে তিন ছেলে সপরিবার প্রবাসী। গত জানুয়ারিতে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে, এরপর থেকে প্রবাসী ছেলেদের নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন তিনি।

রিজিয়ার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নলতা গ্রামে। ২৮ নভেম্বর দুপুরে রিজিয়া বেগমের বাড়িতে গিয়ে দেখা গেল, তিনি মলিন মুখে ঘরের দরজার সিঁড়িতে বসে আছেন। হাতে স্মার্টফোন। অপেক্ষা, কখন ছেলেরা ফোন করবেন।

চার দশক আগে নলতা গ্রাম থেকে ইতালিতে গিয়েছিলেন রিজিয়া বেগমের বড় ছেলে লোকমান খান। ছোট ছেলে দুলাল খানও ইতালিতে ছিলেন। বছরখানেক আগে দেশে ফিরে এসেছেন। এখন সপরিবার ঢাকায় থাকছেন। আরও দুই ছেলে থাকেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। স্বামীর স্মৃতি আঁকড়ে রিজিয়া থাকেন গ্রামের বাড়িতে। বললেন, ‘ছেলেরাও আমার জন্য দুশ্চিন্তা করে। আমি বলি, বাবা তোমরা সাবধান থাকো। দুশ্চিন্তা করো না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও