ধানের ভরা মৌসুমেও কমছে না চালের দাম
ধানের ভরা মৌসুমে সপ্তাহের ব্যবধানে নওগাঁর মোকামে কেজি প্রতি পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। লাফিয়ে চালের দাম বাড়লেও হাটগুলোতে অনুপাতিক হারে বাড়েনি ধানের দাম। হঠাৎ চালের দাম বাড়ায় আয় ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। চালের দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ী ও মিলাররা একে অপরকে দোষারোপ করছেন।
পরিবারের ৫ সদস্যর জন্য মাসে ৫০ কেজি চাল কিনতে হয় নওগাঁ সদর উপজেলার চক মুক্তার এলাকার ফেন্সি বেগমকে। স্বল্প আয়ের সংসারে হিসেবের খাতা ওলোটপালোট হয়ে যাচ্ছে চাল কিনতে এসে। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পাঁচ টাকা বেশিতে চাল কিনতে এসে ফেন্সির মতো শেফালীও হিসেব মেলাতে পারছেন না।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ধান
- চালের দাম