প্রথম বাউন্ডারিটা মারতে লেগেছিল ১৪৮ বল। কিন্তু চেতেশ্বর পূজারা একবারের জন্যও মনে করছেন না, তিনি অ্যাডিলেড টেস্টে অত্যন্ত মন্থর ব্যাটিং করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ভারত ৬ উইকেটে ২৩৩ রান করেছেন।
পূজারা ১৬০ বল খেলে ৪৩ রান করে ন্যাথন লায়নের বলে আউট হন। তিনি মনে করেন, প্রথম ইনিংসে ৩৫০ রান তুলতে পারলে ভারত ভাল জায়গায় থাকবে। মন্থর ব্যাটিং করেছেন কিনা জানতে চাইলে পূজারা বলেন, ‘‘একেবারেই না। প্রথম দুটো সেশনের শেষে আমরা খুব ভাল জায়গায় ছিলাম। আমরা খেয়াল রেখেছিলাম, বল যখন স্যুইং করছিল, তখন আমরা যেন কোনও উইকেট না হারাই। আর এই স্ট্র্যাটেজি নেওয়ার জন্য আমাদের কোনও আক্ষেপ বা অনুশোচনা নেই। আমরা দুমদাড়াক্কা শট খেলে বেশি উইকেট হারাতে চাইনি। প্রথম দিনই ইনিংস শেষ হয়ে গেলে সেটা ভাল হত না।’’
নিজের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘‘টেস্ট ক্রিকেট মানেই ধৈর্য দরকার। পাটা উইকেট হলে আক্রমণাত্মক ব্যাটিং করা যায়। কিন্তু যে উইকেট বোলারদের সাহায্য করছে, সেখানে বেশি শট খেলা যায় না। বিদেশের মাটিতে প্রথম ইনিংস ২০০-র কম রানে শেষ হয়ে যাচ্ছে, এটা কখনোই কাম্য নয়।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.