 
                    
                    বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় সেই ইউপি সদস্যের জামিন আবেদন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় করা মামলার আসামি স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ ওরফে সোহাগ মেম্বার (৪৫) জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ জামিন আবেদন করা হয়। আদালতে আসমিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. অজি উল্লাহ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।  
জামিন আবেদনের শুনানি নিয়ে আদালত এ মামলায় পিবিআইয়ের দাখিল করা চার্জশিট চেয়ে   শুনানি মুলতবি করেন। গত ১৫ নভেম্বর ওই ঘটনায় প্রধান আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলুসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  একইসঙ্গে চার্জশিটে মামলা দুইটি থেকে গ্রেফতার আসামি রহমত উল্যা ও মাইন উদ্দিন শাহেদকে অব্যাহতি দেওয়া হয়। অভিযুক্ত ১৪ জনের মধ্যে চার জন এখনও পলাতক রয়েছে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                