![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F53cb82a8-687d-4778-b0f7-d54d85776ef8%252FRajshahi_University.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
রাবির ৫০ বছরের মাস্টার প্ল্যানের মডেল উন্মোচন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০ বছর মেয়াদি (২০২০-৭০) মহাপরিকল্পনা তৈরি করা হয়েছে। গতকাল বুধবার বিজয় দিবসে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন লবিতে মহাপরিকল্পনার ত্রিমাত্রিক মডেল উন্মোচন করেন উপাচার্য এম আবদুস সোবহান।
পরে উপাচার্য সিনেট ভবনে আলোচনা সভায় কপির মোড়ক উন্মোচন করেন। এ সময় সহ–উপাচার্য আনন্দ কুমার সাহা, সহ–উপাচার্য ও মহাপরিকল্পনা প্রণয়ন কমিটির আহ্বায়ক চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।