অকারণেই কমছে ওজন? কঠিন অসুখের লক্ষণ, এখনই সতর্ক হোন!
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ২২:০৫
এই সময় জীবনযাপন ডেস্ক: কোনও কারণ ছাড়াও ওজন কমছে ? আর তাতেই আপনি বেজায় খুশি? সাবধান, কারণ ছাড়াও দ্রুত ওজন কমা হতে পারে কঠিন রোগের লক্ষণ। বিনা কারণে দেহের ওজন ৫ শতাংশের বেশি কমে গেলে তা বিশেষ কোনও রোগের লক্ষণ বলেই মনে করেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে প্রথমেই খেয়াল রাখতে হবে খাবার খাওয়ার মধ্যে কোনও সমস্যা হচ্ছে কিনা।
কারণ ছাড়া ওজন কমলে তা অবশ্যই উদ্বেগের। হঠাৎ করে থাইরয়েড, পেটের সমস্যা, ডায়াবিটিস, ডিপ্রেশন, অত্যধিক মানসিক চাপ হলে প্রাথমিক ভাবে ওজন কমে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। আবার রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো সমস্যা হলেও ওজন কমে হুড়মুড়িয়ে।
- ট্যাগ:
- লাইফ
- ওজন কমানো
- ওজন কমানোর ভুল