কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সেনার উর্দি নিয়ে আলোচনা অযথা সময় নষ্ট, বৈঠক ছাড়লেন রাহুল

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ২০:৫৫

দেশের প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় প্যানেলের বৈঠক। অথচ তাতে বিরোধীদের মতামত ব্যক্ত করারই সুযোগ নেই। এই অভিযোগে বুধবার ওই বৈঠক থেকে দলীয় নেতাদের নিয়ে ওয়াকআউট করলেন রাহুল গাঁধী।

রাহুলের আরও অভিযোগ, বৈঠকে সশস্ত্র বাহিনীর উর্দি নিয়ে আলোচনা করে অযথা সময় নষ্ট করা হচ্ছিল। তাঁর মতে, উর্দি নিয়ে আলোচনা না করে বরং প্রবল ঠান্ডায় লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মোতায়েন ভারতীয় সেনানিদের যথোপযুক্ত সুযোগসুবিধার বন্দোবস্ত করা নিয়ে আলোচনা করা উচিত। তবে এ নিয়ে তাঁর মতামত শুনতেই চাননি প্যানেলের চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ জুয়েল ওরাম। একটি প্রেজেন্টেশনের মাঝেই দলের নেতাদের নিয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যান ক্ষুব্ধ রাহুল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও