কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাক, চিন সীমান্তে নজরদারির জন্য বিমান তৈরি করছে ডিআরডিও

আনন্দবাজার (ভারত) দিল্লি, ভারত প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ১৯:৫২

সীমান্তে পাহারা দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমানকেই নজরদার বিমানের রূপ দিতে চলেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। বিশেষ করে চিন এবং পাকিস্তান সীমান্তে ব্যবহার করা হবে ‘দেশীয় প্রযুক্তি’তে তৈরি বিমান। এ খবর জানা গিয়েছে সরকারি সূত্রে।

পরিকল্পনা অনুযায়ী, ডিআরডিও সাড়ে ১০ হাজার কোটি টাকার বিনিময়ে ৬টি যাত্রিবাহী বিমানকে নজরদার বিমানের রূপ দিতে চলেছে। শীঘ্রই ওই প্রকল্পে সবুজ সঙ্কেত দেওয়া হবে বলেও সরকারি সূত্রে জানা গিয়েছে। ভারতের হাতে নেত্র (এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম) নামে নজরদার বিমান রয়েছে। নয়া বিমানগুলি তার চেয়েও উন্নত হবে বলেই মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, ওই বিমানগুলি শত্রুপক্ষের জমিতে পুঙ্খানুপুঙ্খ দৃষ্টি রাখার পাশাপাশি ৩৬০ ডিগ্রি নজরদারিও চালাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও