চট্টগ্রামে বিজয় দিবসে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিজয় দিবস পালন করেছে চট্টগ্রামের মানুষ। বিজয়ের ৪৯তম বার্ষিকীতে বুধবার সকাল থেকেই রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত হন চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে।
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের মর্যাদা অক্ষুন্ন রাখার শপথ নেন বিজয় দিবসের অনুষ্ঠান থেকে।
সকালে চট্টগ্রাম নগরীর কোর্ট হিলে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। সকাল ৮টায় নগর পুলিশের একটি চৌকস দলের ‘গার্ড অব অনারের’ মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বেলা ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন চলে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.