কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখলেন কপিল দেব

এনটিভি ভারত প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ১৮:২০

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট আগামীকাল বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে। এই সিরিজে কারা ভালো করতে পারে, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখলেন।

অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারানো খুবই কঠিন বলে মনে করেন কপিল দেব। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘পিঙ্ক বলে ভারতের চেয়ে অসিদের অভিজ্ঞতা অনেক বেশি, তারা স্বাভাবিকভাবেই কোহলিদের চেয়ে এগিয়ে থাকবে। তা ছাড়া শেষ তিনটি টেস্টে থাকছেন না অধিনায়ক কোহলি। সে ছাড়া ভারতকে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে।’

এদিকে অ্যাডিলেড টেস্টের প্রথম একাদশ ঘোষণা করেছে ভারত। এই দলে নেই রোহিত শর্মা। তাই ওপেনিংয়ে মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ উদ্বোধনীতে মাঠে নামবেন। প্রস্তুতি ম্যাচে দারুণ খেলে প্রথম একাদশে জায়গা করে নেওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন শুভমান গিল। শেষ পর্যন্ত তিনি দলে সুযোগ পাননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও